
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ‘বাপ্পী সাইকেল ষ্টোরে’ চোরাই সামগ্রী বেচাকেনা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের প্রেক্ষিতে ওই ষ্টোরে অভিযান চালিয়ে চোরাই অটোভ্যানের চারটি ব্যাটারী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা হয়েছে।

গোবিন্দগঞ্জ পৌর বাজারের মামা ভাগ্নে মার্কেটে বাপ্পী সাইকেল ষ্টোর অবস্থিত। এই ষ্টোরের সত্বাধিকারী পৌর এলাকার বুজরোক বোয়ালিয়া (মাষ্টারপাড়ার) মৃত হিমাংসু দাসের ছেলে বাপ্পী দাস (৪৭)।
জানা গেছে, উপজেলার শাখাহার ইউনিয়নের খুরশাল গ্রামের মজনু মিয়া (৩৮) গত ২৩ আগস্ট তার বসতবাড়ীর সামনে সড়কের উপর অটোভ্যান রেখে স্থানীয় মসজিদে যোহরের নামাজ আদায় করতে যান। তিনি নামাজ শেষে মসজিদ থেকে এসে দেখেন তার অটোভ্যানটি নেই।
মজনু মিয়া জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে নিজবাড়ী থেকে খুরশাল গ্রামের সোলায়মান আলীর দুই ছেলে ফারুক হোসেন (২৮) ও আবু হুরায়রাকে (২০) শাখাহার ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।ইউপি সদস্য জহুরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে অটোভ্যান চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় উভয়কে স্থানীয় থানা পুলিশে সোর্পদ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান জানান, ধৃতচোরের স্বীকারোক্তি অনুযায়ী ‘বাপ্পী সাইকেল ষ্টোর’Ñএ অভিযান চালানো হয়। এ সময় ওই ষ্টোর থেকে চুরি হয়ে যাওয়া অটোভ্যানের চারটি ব্যাটারী উদ্ধার করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে বাপ্পী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মজনু মিয়া থানায় মামলা দিলে উভয়কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।