মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
দূর্নীতি, ঘুষ ও অপকর্মের সাথে জড়িত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা’র পদত্যাগ এবং হাসপাতালের নার্সিং কর্মকর্তা (সিনিয়র স্টাফ নার্স) জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকী’র দ্রুত অপসারনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতালের নার্সিং কর্মকর্তারা।
মঙ্গলবার (২৭ আগষ্ট ২০২৪) সকাল ১১টায় হাসপাতালের বহির্বিবাগের সামনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বৈষম্যবিরোধী নার্সিং সুপারভাইজার ও নার্সিং কর্মকর্তাদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের নার্সিং কর্মকর্তা মোছাঃ তাহ্সিনা পারভীন, মোঃ নয়ন মনি ও বেনজামিন দাস।
মানববন্ধন থেকে অবিলম্বে দুর্নীতিবাজ উপ-সেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা’র পদত্যাগ এবং তার সহযোগি জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকী’র অপসারণ দাবি করা হয়।
মানববন্ধনে হাসপাতালের দেড় শতাধিক নার্সিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।