মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৮ আগস্ট ২০২৪) বিকেলে শশরা ইউনিয়নের ফুলতলা বাজারে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না।
শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম ডাল্টনের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উথরাইর ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি ও শশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ আইনুল হক।
ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলামের সঞ্চালনায় কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব ও শশরা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হুমায়ূন কবির আনাফ,
ইউনিয়ন বিএনপি নেতা খাদেমুল ইসলাম কচু,
যুবদল নেতা রেজাউল ইমলাম রেজা প্রমূখ।
কর্মীসভায় বক্তারা দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যাদুর্গত মানুষের সাহায্যে বিএনপির নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় যেন কোন ষড়যন্ত্রকারি নস্যাৎ করতে না পারে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।