গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ নারী সহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। তদাের মধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয়রা জানান, পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের আনারুল ইসলাম মন্ডলের সাথে একই গ্রামের সাইফুল ম্ডলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন ২৮/৮/২৪ বুধবার বিকেলে বিরোধীয় জমি নিয়ে উপজেলা সহকারী ভুমি কমিশনারের অফিসে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিষয় টি সমাধান না হওয়ায় ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।
আনারুল ইসলাম জানান,এরই জের ধরে সাইফুল ও তার লোকজন রাম দা হাসুয়া ও লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার বসত বাড়ীতে হামলা করে ঘর ও আসবাব পত্র ভাংচুর সহ লুটতরাজ করে। এসময় বাধা দিতে গেলে ৩ নারী সহ ৫ জন আহত হয়েছে।
এ বিষয়ে আনারুল ইসলাম মন্ডল বাদী হয়ে ৬ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছে।।
সুষ্ঠ তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবী ভুক্তভোগী পরিবারের।