
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা সুলতানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টায় হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুলটির কমনরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার, স্কুলটির ম্যানেজিং কমিটি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেলিনা ১৯৯০ সালে প্রথম চাকরিতে যোগদান করেন ২০২৪ সালের এপ্রিলে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অবসরপ্রাপ্ত শিক্ষিকা সেলিনা বলেন আমি যদি কোনো ভুল করে থাকি সবার কাছে ক্ষমা চাই এবং অবসর সময় যেন আমার ভালো যায় সকলে আমার জন্য দোয়া করবেন, এবং সকল শিশুদের প্রতি স্নেহ আর ভালোবাসা জানান এবং বিদ্যালয়েন উন্নতি কামনা করেন, সেই সময় সকলেই কান্নায় ভেঙে পড়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা সকলেই সকলেই বিদায়ী শিক্ষিকার হাতে কিছু পুরস্কার তুলে দেন।