
সোয়াইব আলী, জবি প্রতিনিধি :
আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে আগামী বুধবার ৪ই সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রসাশন।
বৃহস্পতিবার (২৯শে আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রসাশন হতে ট্রেজারার আদেশক্রমে রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব ও ডেপুটি রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে আগামী বুধবার ৪ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিস্কার- পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।
উল্লেখ্য, আরবি ভাষায় সফর মাসের শেষ বুধবারকে ‘আখেরি চাহার সোম্বা’ বলা হয়। ৬৩২ খ্রিষ্টাব্দের ২৭ সফরের বুধবার হজরত মুহম্মদ (স.) দীর্ঘ সময় রোগ ভোগের পর সুস্থতা বোধ করে গোসল করেছিলেন বলে হাদিস শরিফসহ বিভিন্ন কেতাবে উল্লেখ আছে। বৃহস্পতিবার থেকে রাসুল (স.) আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার তিনি ইন্তেকাল করেন।
বাংলাদেশে আখেরি চাহার সোম্বার দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024