
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল উপজেলা কৃতিসন্তান দাম্মাম বিএনপির উপদেষ্টা মোঃ শওকত কামাল সিআইপি’র অর্থায়নে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে পিকআপ ভ্যানে করে ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দেওয়া হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, আনিছ ভেন্ডার, মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম শাখার সিনিয়র সহ-সভাপতি রিফাত কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল কবির নাজমুল,পশ্চিম শাখায় যুবদলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হুমায়ন কবির স্বপন, আবুল বাশার, এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া, মনির হোসেন শুভ, সিরাজুল ইসলাম হাছান সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আনিছ আহমেদ হানিফ বলেন আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান ও নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এর নির্দেশে আমরা ইউনিয়ন বিএনপি প্রত্যেক ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করতেছি।
রিফাত কামাল আহমেদ বলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এর নির্দেশে দাম্মাম প্রবাসী বিএনপির উপদেষ্টা শওকত কামাল সিআইপি’র অর্থায়নে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রত্যেক ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন গত বৃহস্পতিবার থেকে আমরা ইউনিয়নের মানুষের মাঝে আশ্রয় কেন্দ্রে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছি।