নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনায় সিধলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক লতিফ মাস্টারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
চার দিন ধরে পাঠ্যকক্ষ বর্জন করে এই কর্মসূচি গুলো করেছেন স্কুলটির সকল শ্রেণীর শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক লতিফ মাস্টার দুর্নীতিবাজ, নারী লোভী, স্বেচ্ছাচারী, অর্থ আত্মসাৎকারী, এই অযোগ্য প্রধান শিক্ষককে আমরা স্কুলে দেখতে চাই না।
এই শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।