
আবেদুর রহমান (সবুজ), সাব এডিটর:
গাইবান্ধার পলাশবাড়ীতে নিয়োগ বানিজ্য ও অনিয়ম,দুর্নীতির তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ৭ জিআর নং ১৯৭।
জাতীয় দৈনিক স্বাধীনমতের গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মাদ আব্দুল মতিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আরো ৮/৯ জন অজ্ঞাতনামাকে আসামি করে পলাশ বাড়ী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা, অবৈধ ভাবে অবরুদ্ধ, গুরুতর জখম, ক্ষতিসাধন, ক্যামেরা ভাংচুর ও হুমকি দেখানোর অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে পশ্চিম নয়নপুর উচ্চবিদ্যালয়ে ৫০ লক্ষ টাকায় গোপনে নিয়োগ বানিজ্যের মাধ্যমে অফিস সহায়ক,নিরাপত্তা কর্মী, আয়া ও একজন পরিচ্ছনতা কর্মী নিয়োগের অভিযোগের প্রেক্ষিতে তথ্য সংগ্রহের জন্য ২ সেপ্টেম্বর সাংবাদিক আব্দুল মতিন,ফারুক মিয়া,নুর মোহাব্বত, সাদেকুল ইসলাম রুবেল,আশরাফুল ইসলাম,শরিফুল ইসলাম, মোমেনুর রশিদ সাগর,লিমন সহ কয়েক জন সাংবাদিক কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম নয়নপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক খাজার নিকট তথ্য সংগ্রহ করতে গেলে আওয়ামী ক্যাডার সন্ত্রাসী রেজাউল দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার বাহিনীসহ অতর্কিত হামলা চালিয়ে সাংবাদিক আব্দুল মতিন ও ফারুক মিয়াকে আহত করে তাদেরকে প্রধান শিক্ষকের কক্ষে অবরুদ্ধ করে রাখে। প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ থাকার পর সাংবাদিকরা ৯৯৯ ফোন করলে এস আই খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পশ্চিম নয়নপুর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে অই দুই সাংবাদিককে উদ্ধার করেন।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024