
আমিনুর রহমান গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩নং দামোদেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শান্তি, ঐক্য ও সম্প্রিতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কান্তনগর বিনয় ভূষণ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মো: খয়বর হোসেন সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক।
প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির আহ্বায়ক মো: ছামছুল হাসান ছামছুল।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- থানা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম মিয়া, থানা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, সাদুল্লাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাজ্জাদ রহমান পল্টন প্রমুখ।
এছাড়াও উজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।