
মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরে ঠাকুরগাঁও বনাম নবাবগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি রাহবার কবির পিয়াল।
১৫ সেপ্টেম্বর -২০২৪ রোববার বিকেলে দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে পৌর কাউন্সিলর মোহাম্মদ রেহাতুল ইসলাম খোকার আয়োজনে ও সার্বিক সহযোগিতায় নবম ৭ নং কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ঠাকুরগাঁও বনাম দিনাজপুরের নবাবগঞ্জের উদ্বোধনী খেলার ২য় দিনে উভয় দলের খেলোয়াড়, আয়োজক ও টুর্নামেন্ট কর্মকর্তাদের সাথে পরিচিত হন ও খেলায় বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোঃ রাহবার কবির পিয়াল।
এছাড়াও উক্ত উদ্বোধনী খেলায় প্রধান অতিথিকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় কমিটির আয়োজক পৌর কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা ও কমিটির আহবায়ক সৈয়দ সপু আহমেদ এবং সদস্য সচিব মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024