সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদারীপুরে পানিবন্দি শতাধিক পরিবার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে দুদিনের টানা বৃষ্টিতে শহরের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরে-বাইরে চারিদিকেই থই থই করছে পানি, তার ওপর সাপ ভয়। এরমধ্যে চরম দুর্ভোগ মাথায় নিয়ে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের ফুড অফিসের মোড়, সুমন হোটেল এলাকা, নিরাময় হাসপাতাল রোড, কালিবাড়ি সড়ক, ইউআই স্কুল সড়ক, বাতামতলা রোড, শহীদ মানিক সড়ক, শহীদ বাচ্চু সড়ক, পাবলিক লাইব্রেরি রোড, তরমুগরিয়াসহ বিভিন্ন এলাকার সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এরমধ্যে নতুন শহর, উকিলপাড়া, জেলা পরিষদ রোড, মিলন সিনেমা রোডসহ বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।

আবহাওয়া অফিস সূত্র জানায়, গত দুই দিন মুষলধারায় বৃষ্টিপাত হয় মাদারীপুর জেলাজুড়ে। গত দুদিনে ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। এমনকি বাসা-বাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পৌরবাসী। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানিতে এখন ডুবে আছি। বাড়িঘরে থাকতে পারছি না। সাপের ভয় আছে। ঘরে পানি, বাইরে পানি। চারিদিকই থৈ থৈ করছে পানি, বাঁচার কোনো উপায় নেই।’

আরেক বাসিন্দা শহিদুল ইসলাম খান বলেন, ‘বৃষ্টির পানিতে এখন বন্দি হয়ে পড়েছি। খাওয়া-দাওয়া চলাফেরা সবকিছুতেই সমস্যা। আমরা এর থেকে পরিত্রাণ চাই।’

রিকশাচালক মিন্টু মিয়া বলেন, ‘মাদারীপুর পৌরসভার অধিকাংশ ওয়ার্ডেই পানি জমে গেছে। রিকশা চালাতে গেলেও শান্তি নেই। চারিদিকেই পানি; চারিদিকেই সমস্যা।’

মাকসুদা আক্তার নামে এক গৃহিণী বলেন, ‘আজ তিনদিন ধরে পানিবন্দি। পানি নামানোর কোনো উদ্যোগ দেখছি না। পরিবার নিয়ে খুব দুর্ভোগে আছি। একদিকে সাপ আর পোকামাকড়ের ভয়, অন্যদিকে পানিবাহিত রোগের আশঙ্কা, সবকিছু মিলিয়ে ভোগান্তিতে পরিবারের সবাই।’

মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস জানান, পরিস্থিতি মোকাবেলায় এরইমধ্যে কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা দেয়া হয়েছে। যাতে পৌরবাসীর দুর্ভোগ লাঘব হয়।

মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গত ৪৮ ঘণ্টায় ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর প্রভাবে মাদারীপুর শহরেও জলাবদ্ধতা দেখা গেছে। সাগরে নিম্নচাপ কেটে যাওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ফুলছড়িতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ 

পলাশবাড়ীতে প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন পালিত 

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান দিনাজপুর মহিলা পরিষদের

চাটখিলে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শান্তি মিছিল

গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

লেংগা বাজার আইডিয়াল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি

লালমনিরহাটের হাতীবান্ধায় জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দুমকীতে স্মরণসভা। 

পলাশবাড়ীতে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান 

বিতর্কিত প্রি-পেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাইবান্ধায় স্মারকলিপি প্রদান