
মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় গণ অধিকার পরিষদের উপজেলা কমিটি গঠন সংক্রান্ত প্রাথমিক পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার রাত আটটায় মিঠাপুকুর মহাবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন গণ অধিকার পরিষদের উপজেলা শাখা।
মিঠাপুকুর যুব অধিকার পরিষদের সভাপতি
আল-আমিন শেখের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আশিকুর রহমান আশিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান,রংপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শিশির,সাংগঠনিক সম্পাদক নাইম ইসলাম,মিঠাপুকুর ছাত্র অধিকার পরিষদের সভাপতি
এম এস আলম প্রমূখ।
প্রাথমিক আলোচনা সভায় উপজেলার গণ অধিকার পরিষদের সদস্য,ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।