
গাইবান্ধা প্রতিনিধি :
“গ্রেফতার সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনি ৩ দিনের রিমান্ডে, ধরাছোঁয়ার বাহিরে অবৈধ ভাবে শত কোটি টাকার মালিক তার এপিএস সবুর হোসেন বিদ্যুৎ। গ্রেফতারের দাবি তার দ্বারা মিথ্যা মামলায় হয়রানি শিকার লোকজন” শিরোনামে জাতীয় দৈনিক ভোরের চেতনা পএিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মো:ওয়াসিম রেজা তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিলে সে বিভিন্ন লোকজন দিয়ে পোস্টটি ডিলেট করার জন্য তাকে হুমকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ৪ঠা অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬:১৫ মিনিটে এপিএস সবুর হোসেন বিদ্যুৎ এর বড় ভাই শামিম হোসেন বাবুল এর ব্যবহারিত, ০১৭১৩৭৬৯৮৪৫ মোবাইল ফোন থেকে জাতীয় দৈনিক ভোরের চেতনা পএিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মো:ওয়াসিম রেজার ব্যবহারিত ০১৭১৩৭৮০৪৫৪ নম্বর মোবাইলে ফোন দিয়ে গুম করে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ৫ অক্টোবর শনিবার বিকালে পলাশবাড়ী থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নম্বর ১৯১।
সাংবাদিক ওয়াসিম রেজা জাতীয় দৈনিক ভোরের চেতনা কে বলেন, আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। জরুরি ভিত্তিতে এপিএস সবুর হোসেন বিদ্যুৎ ও তার বড় ভাই শামিম হোসেন বাবুল কে গ্রেফতারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লাইজুর রহমান বলেন, মো: ওয়াসিম রেজা নামে একজন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী করেন। আমরা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্হা নেব।