
স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার নবাগত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন।

সোমবার (৭ অক্টোবর, ২০২৪) বিকালে পৌরভবনে এ শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি সকলের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী প্রকৌশলী (ভার.) হরিপদ রায়, হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্ল্যাহ আল মামুন, নক্সাকার ও সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মামুন মিয়া, লাইসেন্স পরিদর্শক সামিউল ইসলাম সৌরভ, সার্ভেয়ার আনোয়ার হোসেন, সহকারী কর আদায়কারী এ কে এম ফরিদুল ইসলাম, কর নির্ধারক শাহিনুজ্জামান প্রমুখ।