গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, দেশবরেণ্য প্রবীণ সাংবাদিক, কলামিস্ট মুহম্মদ আলতাফ হোসেন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ICU তে রয়েছেন।
আজ ১৩ অক্টোবর রোববার বাদ মাগরিব থানা জামে মসজিদে জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তাঁর আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার, সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল,
যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, সিনিয়র সাংবাদিক আব্দুল হান্নান আকন্দ, জাতীয় সাংবাদিক সংস্থার দপ্তর সম্পাদক জাফর ইকবাল রানা, অর্থ সম্পাদক আবু তারেক, সমাজকল্যান সম্পাদক শহিদুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক সামসুল ইসলাম সহ মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের মুয়াজ্জিন শামীম মন্ডল।।