
জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি, দৈনিক চাঁদনী বাজার পত্রিকা, ও দৈনিক স্বাধীন মত পত্রিকার প্রতিনিধি জিল্লুর রহমান সরকারের বাবা মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম সরকার( নুনু মিয়া) এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুম্মা গ্রামের বাড়ী হরিরামপুর বড়বাড়ী জামে মসজিদ সহ কয়েকটি মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।।।
এতে আত্বীয় স্বজন, বন্ধু বান্ধব সহ মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন।।
উল্লেখ্য যে, ২০১৭ সালের ২১ অক্টোবর তিনি এই দুনিয়ার মায়া ছেড়ে পরপারে চলে যান।
আল্লাহ আমার বাবাকে বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করিও। আমিন।।
রাব্বীর হাম হুমা কামা রব্বানী ছগিরা।।
রাব্বীর হাম হুমা কামা রব্বানী ছগিরা।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024