
গত ০৩ অক্টোবর বৃহস্পতিবার দৈনিক বাংলাদেশ সমাচারে গাইবান্ধার সাদুল্লাপুর মিরপুর সাবেক সিনেমা হল সংলগ্ন তুহিন ফার্মেসীতে এক ভুয়া চিকিৎসক চিকিৎসা প্রদান করে এমন অভিযোগ একটা নিউজ প্রকাশিত হয়। এই নিউজটি একদম মনগড়া ও অসত্য। আমি এর প্রতিবাদ জানাতেছি।

আমি পল্লী চিকিৎসক মো. আতাউর রহমান,আমি একজন পল্লী চিকিৎসক, আমার সুনাম নষ্ট করার জন্য দুষ্টচক্র আমার পিছনে লেগেছে। আমার শিক্ষা ও প্রশিক্ষণ
General Physician, RHMC, RDPTC GOVT.
ARA gaibandha: 339/95 Ophthalmology (Eye) SIT-MDTC, BOGURA (EMO) TRAINED Eyemitra Optician T.M.S Health Sector
Essilor Social Impact frenc.
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় ছবিসহ যে নিউজটি প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
প্রতিবাদকারীর নাম
পল্লী চিকিৎসক মো.আতাউর রহমান