আহসান হাবীব নাহিদ
স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাদুল্লাপুরে (বিসিডিএস) এর সাদুল্লাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও উপজেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে ২১ অক্টোবর সোমবার সকাল ১১টায় সাদুল্লাপুর তুলসীঘাট রোডস্থ কার্যালয়ের নবনবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) গাইবান্ধা জেলা শাখার আহবায়ক মোঃ শরিফুল কবির রনি।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) সাদুল্লাপুর উপজেলা শাখার সদস্য মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস)
গাইবান্ধা সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ শহিদুল হক মিটু, সাদুল্লাপুর উপজেলা শাখার সিনিয়র সহ -সভাপতি মহসীন আলী, সদস্য জহিদুল ইসলাম লিচু, সদস্য আতাউর রহমান প্রমূখ।
আলোচনা শেষে নবগঠিত কমিটির সদস্যবৃন্দকে সঙ্গে নিয়ে উপজেলা প্রধান অতিথি মোঃ শরিফুল কবির কার্যালয়ের উদ্বোধন করেন।