আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে ও রাষ্ট্রপতি কে বহিষ্কারের দাবীতে বৈষম্য বিরোধের ছাত্র আন্দোলন এর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
“সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ” এই শ্লোগানকে সামনে রেখে আজ ২২ আক্টোবর মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিলটি পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রর্দক্ষিন করে চৌমাথা মোড়ে এক সংক্ষিত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা,বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রলীগের অতর্কিত হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপতি কে বহিষ্কারের দাবী জানান।