আশরাফুল ইসলাম গাইবান্ধা::
জীবনঘাতি মাদক হেরোইন বিক্রির অপরাধে গাইবান্ধায় সোহাগ মিয়া নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের দন্ডাদেশ দিয়েছেন আদালত। ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো: ফিরোজ কবীর এ রায় প্রদান করেন। এ মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত সোহাগ মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে মামলার অপর আসামি বাবু মিয়ার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।
এ মামলার বিবরনে জানা যায়,গত ২০২১ সালে ৩০ জানুয়ারি গাইবান্ধার শহরের মহুরী পাড়ার রেলওয়ে কলোনীর বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে সোহাগ মিয়া পাশের এলাকা সরকারপাড়া গোডাউন রোডে হেরোইন কেনা বেচা করছিলো। এ সময় গাইবান্ধা সদর থানা পুলিশের হাতে ১১১.৩৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার হয়। পরে এস আই শরীফ হোসেন বাদী হয়ে সোহাগ মিয়া ও বাবু মিয়া নামের আরেকজনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘদিন শুনানী ও সাক্ষ্য প্রমান শেষে আজ এই রায় ঘোষনা করেন বিজ্ঞ আদালতের বিচারক। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত সোহাগ মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে মামলার অপর আসামি বাবু মিয়ার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। আদালতের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ওবাইদুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।