আবেদুর রহমান সবুজ ১৯৯১ সালের ২৭ মার্চ গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার নুনিয়াগাড়ী গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মোঃ শফিকুল আলম সরকার একজন অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, মাতা আফরোজা বেগম একজন গৃহিণী । ৪ ভাই ১ বোনের মধ্য সবুজ চতুর্থ।
বাল্যকালে ক্রিকেট ও ফুটবল খেলায় বেশ মনোযোগী হওয়ায় পড়াশোনার বিষয়ে ছিলেন উদাসীন । সে কারণে বাবা-মা বাধ্য হয়ে সপ্তম শ্রেনীতে গাইবান্ধার সুন্দরগঞ্জ শিবরাম স্কুল এন্ড কলেজে ভর্তি করে দেন। আবাসিকে থেকেই শুরু হয় তার শিক্ষাজীবন।
শিক্ষাজীবনে তার ফলাফল ছিল সাড়া জাগানো। গাইবান্ধার সুন্দরগঞ্জ শিবরাম স্কুল এন্ড কলেজ থেকে ২০০৬ সালে এসএসসি ,ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসি উত্তীর্ণ হন। বাবার ইচ্ছায় আইন বিষয়ে পড়াশোনার জন্য ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখান থেকে ২০১২ সালে এলএলবি(অনার্স) ও ২০১৪ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে এলএলএম স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন তিনি।ছাত্র জীবন থেকেই ছোট গল্প, কবিতা লেখা শুরু করেন এবং ২০১০ সালে দৈনিক দেশকাল পত্রিকায় ফটো সাংবাদিকতা শুরু করেন।
২০১৪ সালে ঢাকা জজ কোর্টে সিনিয়র এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি (বর্তমানে গাইবান্ধা -৩ আসনের মাননীয় সংসদ সদস্য)’র অধীনে শিক্ষানবিস আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালে গাইবান্ধা আইনজীবী সমিতিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।২০১৮ সালে গাইবান্ধার আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হয়ে সিনিয়র এ্যাডভোকেট আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপুর জুনিয়র হিসেবে আইন পেশায় নিয়োজিত হন। ঢাকা ও গাইবান্ধা জজকোর্ট আইনজীবী সমিতির তালিকাভুক্ত সদস্য তিনি। বর্তমানে গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের সর্ব কনিষ্ঠতম সদস্য হিসেবে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
ছাত্রজীবনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে পদচারনা ছিল শখের বশে। ঢাকা পদাতিক, রঙ্গনা নাট্যগোষ্ঠীতে নাট্যকর্মী হিসাবে মঞ্চ নাটকে নিয়মিত অভিনয় করেছেন।বিশ্ব কলাকেন্দ্রে কবিতা আবৃত্তি প্রশিক্ষন নেন তিনি। এ ছাড়াও বেসরকারী কেটিভি বাংলা চ্যানেলে সংবাদ উপস্থাপক হিসাবে কাজ করেছেন তিনি। এছাড়াও দৈনিক মহাস্থান, দৈনিক সত্যের সংগ্রাম, দৈনিক বাংলাদেশ ডায়েরী পলাশবাড়ী উলজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বর্তমানে পলাশবাড়ী প্রেসক্লাবের আইনি বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।২০২০ সালে ফার্স্ট বাংলা নিউজ’র পলাশবাড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। পরবর্তী ২০ জুলাই ২০২৩ তারিখে ফার্স্ট বাংলা নিউজ এর সহ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি সাংবাদিকতায় এক যুগ অতিক্রম করেছেন।
হ্নদয়ে লালন করা অভিনয়,কাব্যসুর ও সুস্থধারার সঙ্গীত কর্মজীবনেও থেমে থাকেনি। নানা মঞ্চে উপস্থাপনা,সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি নিয়মিত করে চলেছেন তিনি।
নিজ এলাকায় গড়ে তুলেছেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বেচ্ছা”। সংগঠনটি গরীব অসহায় ছেলেমেয়ে দেরকে লেখাপড়ার জন্য বিনামূল্যে খাতা -কলম,বর্ষার সময়ে পাখিদের নিরাপদে থাকার জন্য গাছে গাছে কলসি বাধা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ,পরিবেশ ভারসাম্য রক্ষায় ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন একাধিক গুনের অধিকারী এ্যাডভোকেট আবেদুর রহমান সবুজ।
ব্যাক্তি জীবন- তিনি বিবাহিত, ২০২০ সালে করোনা কালীন সময়ে ফাহিমা খাতুন রিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সহধর্মিণী পেশায় একজন সিনিয়র স্টাফ নার্স । সংসার জীবনে সায়িবা সালসাবিল তাহা নামে একজন কন্যা সন্তানের পিতা।