
মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
দিনাজপুরের বিরল ধর্ম যাইন সীমান্ত দিয়ে ১৩ জন নারী-পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

আজ বৃহস্পতিবার আনুমানিক রাত তিনটায়
এই ১৩ জন নারী পুরুষকে ভারতীয় বিএসএফ পুশইন করে।
বিরল সীমান্তের কাডলিয়া পাড়ার ভারতের গোবরা বিল গেট দিয়ে তাদের পুশইন করে।
পুশইন করা নারী পুরুষেরা খুবই অসুস্থ এবং ক্ষুধার্ত ছিল।
পুশইন করার পর নারী পুরুষেরা কাঠালিয়া পাড়ায় এসে গ্রামবাসি কে ডেকে তুলে খাবার খেয়ে ক্ষুধার্ত মিটায়।
এদের মধ্যে দুইজন খুবই অসুস্থ ছিলেন।
পুশইন কৃত নারী পুরুষরা জানায়,
ভারতের বিভিন্ন এলাকা থেকে বিএসএফ
বাংলা ভাষাভাষীদের জড়ো করে নির্যাতন করছে। পর আটককৃতদের পুশইন
করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন,ধর্মযাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম।
গ্রামবাসী জানায় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে
আরো বাংলাভাষীদের পুশইন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় বিএসএফ।
৪২ বি জিবির অধিনায়ক আব্দুল্লাহ আল মইন বলেছেন বেশ কিছুদিন থেকে ভারতীয় বিএসএফ পুশ ইন অব্যাহত রেখেছে
আমরা গ্রামবাসীকে নিয়ে পুশইন তৎপরতা ঠেকাতে হবে কাজ করছি।