বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. 22bet official website
  2. azer1xbet
  3. barbarafrigeriogallery.it
  4. brand
  5. ilpedante.org
  6. italiandocscreenings.it
  7. login
  8. Uncategorized
  9. আইন আদালত
  10. আন্তর্জাতিক
  11. ইতিহাস ও ঐতিহ্য
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. জাতীয়
  15. তথ্য ও প্রযুক্তি

প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টায় নেসকো পলাশবাড়ীতে ফুসে উঠেছে গ্রাহকগণ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১২, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা::

জেলার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি(নেসকো) পোস্ট পেইড মিটারের স্থলে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত নেয়ায় মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় গ্রাহকগণ।

গ্রাহকগণের দাবি বিদ্যুতের প্রিপেইড মিটারে সীমাহীন বিড়ম্বনার কথা প্রায়ই শোনা যাচ্ছে, কেনো এই বিড়ম্বনা তার সঠিক সমাধান না করে প্রকল্পটি বাস্তবায়নে তাড়হুড়ো না করার দাবি জানান পলাশবাড়ীর নেসকো বিদ্যুৎ সুবিধাভোগী গ্রাহকগণ। তারা দাবী করেন দরিদ্র শ্রেনীর মানুষের বসবাস এ উপজেলায় প্রিপেইড মিটার চার্জসহ বিভিন্ন চার্জের অর্থ দেওয়ার মতো সামর্থ্য নেই। তাই এ অঞ্চলে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবী জানান। এদিকে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনে নেসকো কোম্পানির তৎপরতায় ফুসে উঠেছে স্থানীয় সচেতন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

প্রিপেইড মিটার স্থাপনের বিষয়ে নেসকো পলাশবাড়ীর আবাসিক প্রকৌশলী হারুন অর রশিদ জানান,সারাদেশে লাগানো হয়েছে আগামী মাস হতে পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন করা হবে। এটা স্থাপন করলে বিদ্যুৎ চুরি এবং অপচয় কমবে। এছাড়াও সহজ ভাবে বিল প্রদানে সুবিধা ভোগ করবে গ্রাহকগণ।

উল্লেখ্য, বিদ্যুতের অপচয় রোধ, চুরি ঠেকানো প্রভৃতি কারণে পুরো দেশকে প্রিপেইড বৈদ্যুতিক মিটারের আওতায় আনার কাজ চলছে। এরইমধ্যে দেশের বিভিন্ন এলাকায় বসানো হয়েছে এ মিটার। কিন্তু সুফলের পরিবর্তে বাড়তি বিল, অযাচিত ফি ও ব্যবহার পদ্ধতি গ্রাহক বান্ধব না হওয়ায় গ্রাহকরা এমন মিটার পদ্ধতিতে অনাগ্রহ প্রকাশ করছেন। প্রিপেইড মিটার বন্ধে দেশজুড়ে চলছে মানববন্ধন ও বিক্ষোভ। তাই পলাশবাড়ীর সচেতন মহল এই প্রিপেইড মিটার স্থাপন স্থগিতের জোর দাবী জানিয়েছেন। অপরদিকে এসকল প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচী করার পরিকল্পনা গ্রহন করেছেন নেসকোর গ্রাহকগণ।

সর্বশেষ - আইন আদালত