সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. 22bet official website
  2. azer1xbet
  3. barbarafrigeriogallery.it
  4. brand
  5. ilpedante.org
  6. italiandocscreenings.it
  7. login
  8. Uncategorized
  9. আইন আদালত
  10. আন্তর্জাতিক
  11. ইতিহাস ও ঐতিহ্য
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. জাতীয়
  15. তথ্য ও প্রযুক্তি

জবিতে সাংবাদিকের ওপর হামলা, দোষীদের বিচারে ২৪ ঘন্টার আল্টিমেটাম 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১৮, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

‘দৈনিক কালের কণ্ঠে’র জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জুনায়েদ শেখের উপর ছাত্রদল নেতাদের হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত সাংবাদিকরা।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট’ এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জবির ক্রিয়াশীল সাংবাদিকদের তিন সংগঠনের এই জোট।

এসময় বক্তব্যে জবি প্রেস ক্লাবের সভাপতি ও বাংলা ট্রিবিউনের সাংবাদিক সুবর্ণ আস-সাইফ বলেন, ২০১৮ সালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের সাংবাদিকরা এই শান্ত চত্বরে দাঁড়িয়েছিল। আজ পাঁচ বছর পর সেই নিষিদ্ধ সংগঠন না থাকলেও আবার আমদের এখানে দাঁড়াতে হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। গতকাল কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জুনায়েদ শেখের উপর হামলার ২৪ ঘণ্টা পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যারা সমাজের কণ্ঠস্বর ও দর্পনকে বন্ধ করতে চাচ্ছেন, তাঁদের জন্য হুঁশিয়ারিসহ এই ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও ‘জনকণ্ঠ’ এর জবি প্রতিনিধি মামুন শেখ বলেন, সাংবাদিকরা নির্দিষ্ট কারও পক্ষের নয়, তারা দেশ ও জনগনের পক্ষে কাজ করে। কালের কন্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জোনায়েদ শেখ এর ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি, এই সময়ের মধ্যে বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিবে এবং ছাত্রদলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। অন্যতায় আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

জবি রিপোটার্স ইউনিটির সভাপতি অমৃত রায় বলেন, সাংবাদিকরা সমাজের সত্য মিথ্যাকে তুলে ধরে। তাদের কাজে হস্তক্ষেপ করা কোনভাবে কাম্য নয়। অতীতে ছাত্রলীগের মত একটি বৃহৎ সংগঠনকে তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিষিদ্ধ হতে হয়েছে। বর্তমান ছাত্রদলও যদি সেই একই ধরণের কাজ করে, তাদেরকেও একই পরিণতি ভেগ করতে হবে। আমি ছাত্রদলের দায়িত্বপ্রাপ্তদের আহ্বান করবো, অতিদ্রুত আপনারা এই ঘটনায় কার্যকর পদক্ষেপ নিবেন।

জবি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশের রিপোর্টার ইউছুব ওসমান বলেন, ছাত্রদলের সন্ত্রাসী ক্যাডাররা বর্বর হামলা করেছে দৈনিক কালের কন্ঠের জবি প্রতিনিধি মো. জোনায়েদ শেখের উপর। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আন্দোলনে শিক্ষার্থীদের স্বার্থে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেছে। বিগত সময়ে সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগও একই কায়দায় সাংবাদিকদের ওপর হামলা করতো। সাংবাদিক সমাজ কোন সন্ত্রাসী, লুটেরাদের বিরুদ্ধে মুখ বন্ধ করে রাখবে না। তাদের লেখনির কলম চলমান থাকবে। অতিদ্রুত হামলাকারী সন্ত্রাসীদের বিরূদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য ও ঢাকা পোস্টের প্রতিনিধি মাহতাব লিমন বলেন, বিগত ১৬ বছর যে ছাত্রদলের নেতারা ক্যাম্পাসে ঢুকতে পারেনি, দেড় বছর আগেও যারা নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় এই শান্ত চত্বরে পড়েছিল, তখন সাংবাদিকরাই তাদের হাসপাতালে নিয়ে গিয়েছে। জবি সাংবাদিকরা ছাত্রলীগ আমলে শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার জন্য রক্ত পর্যন্ত ঝরিয়েছে। সদ্য ক্যাম্পাসে প্রবেশ করা ছাত্রদল ঠিক আওয়ামী নীতিতে ক্যাম্পাসে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এক্ষেত্রে প্রশাসন যদি হামলাকারীদের বহিষ্কারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারে, তাহলে সারাদেশে সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিবে।

এর আগে সাংবাদিক মারধরের ঘটনায় জড়িত ছাত্রদল নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিজ্ঞপ্তি দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

গতকাল রবিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে ইংরেজি ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মারামারি হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলা মাঠে। পরে তারা ক্যাম্পাসে প্রবেশ করলে ফের মারামারি বাঁধে। এর ভিডিও করতে গেলে শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী কালেরকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুনায়েদ শেখের ওপর অতর্কিত হামলা করে এবং ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক পরাগ হোসেন, গণিত বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী আমিনুল ইসলাম আলিফ এর নেতৃত্বে শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক গণিত বিভাগের মাসফিকুল রাইন জুনায়েদ শেখকে মারধর করে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

সাদুল্লাপুর উপজেলায় বদর দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

คาสิโนออนไลน์ Tropicana เข้าสู่ PA

คาสิโนออนไลน์ Tropicana เข้าสู่ PA

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সফটওয়্যার ব্যাজড অনলাইন সিস্টেমের উদ্বোধন

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে সংস্কৃতিক আক্রমণ চালানো হয়েছে : মাহমুদুর রহমান

বিজয় মেলার স্টল পরিদর্শন করেন  জেলা জামায়াতের আমীর আব্দুল করিম

গোবিন্দগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ট্রাকের চালক-হেলপার গ্রেপ্তার

Ý tưởng về cách thiết lập ứng dụng 1xBet trên thiết bị Android và iOS của bạn

Ý tưởng về cách thiết lập ứng dụng 1xBet trên thiết bị Android và iOS của bạn

পলাশবাড়ীতে বিএনপির শান্তি, ঐক্য ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত 

Jobb Valódi Jövedelem Online Kaszinók USA 2025

Jobb Valódi Jövedelem Online Kaszinók USA 2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫-২৬ ইং অনুষ্ঠিত