মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কমিউনিটি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ১৪, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফুলবাড়ী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে কমিউনিটি ঝুঁকি নিরূপণ (সিআরএ) ও ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা (আরআরএপি) বৈধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে এই সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান ও ফুলবাড়ী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হারুন-অর রশিদ।

সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সিআরএ ও আরআরএপি প্রনয়নের কাজে নিয়োজিত স্থানীয় সহযোগীগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সিআরএ ও আরআরএপি প্রনয়নের কাজে সার্বিক সহযোগিতা প্রদান করে ইসলামিক রিলিফ বাংলাদেশ ফুলবাড়ী ফিল্ড অফিস। কার্যক্রমটি বাস্তবায়ন হয় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর চলমান প্রকল্প সুপ্রিম প্রকল্পের মাধ্যমে।

সভায় প্রনীত সিআরএ ও আরআরএপি এর বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা শেষে সকলের সম্মতিতে তা অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত সকলেই এই প্রথম আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী ইউনিয়নের সিআরএ ও আরআরএপি তৈরিতে সহযোগিতার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ ও এ কাজের সাথে সংশ্লিষ্ট স্থানীয় সকল সহযোগিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় উপস্থিত সুপ্রিম প্রকল্পের ডিষ্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার মো. ছাবেদ আলী বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তরিকতার সাথে কাজ করছে। আগামীতেও এ কাজের ধারা অব্যাহত রাখতে আপনাদের সকলের সহযোগিতা দরকার। বিশেষ করে ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভ‚মিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি কমিউনিটি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পরিষদকে আগামী দিনে তাদের বাজেট প্রনয়ন করার জন্য আহবান জানান তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিরাজুদ্দৌলা তার বক্তব্যে কমিউনিটি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও তা বৈধকরণ সভার আয়োজনে সহযোগিতাসহ দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মকর্তা বাস্তবায়নের জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ’র প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতি আহবান রাখেন।

সবশেষে ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান ও ফুলবাড়ী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হারুন-অর রশিদ তার বক্তব্যে কমিউনিটি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনাসহ ইসলামিক রিলিফ বাংলাদেশের সকল কাজের প্রতি তার ও ইউনিয়ন পরিষদের আস্থা পুনরায় ব্যক্ত করেন এবং যে কোন সহযোগিতার আশ্বাস প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সভাটির সফল আয়োজনে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও সুপ্রিম প্রকল্পসহ প্রকল্প ব্যবস্থাপক নুরুল ইসলাম সরকার আন্তরিকতার সাথে বিভিন্ন দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে শামীম গংরা প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

চাটখিলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সপ্তাহব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির উদ্বোধন

সোনাইমুড়ী মাহুতলা স্কুলের শিক্ষকবৃন্দ ও এডহক কমিটির সহযোগিতা বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 

লালমনিরহাটে কল রেকর্ড এডিট করে ওসির বিরুদ্ধে ষড়যন্ত্র 

গাইবান্ধা জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ

মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ,আহত ১৫

নোয়াখালীতে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের লাশ   

ফুলবাড়ীতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের ককটেল হামলা 

জবি ছাত্রদলের ঘোষিত জোটে অসন্তোষে পদবঞ্চিতদের ‘জাগ্রত জবিয়ান’ প্যানেল