
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে সাথী নামে এক গৃহবধু স্বামী ও শ্বাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে,উপজেলার নাকাই ইউনিয়নের পাটোয়া চতলাপাড়ার সাজেদুল ইসলামের মেয়ে সাথী আক্তারের সাথে হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের আকতারুলের ছেলে মেনারুলের সাথে ২ বছর পুর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামীর সাথে সাথীর বনিবনা না হাওয়ায় প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকতো। এমনকি শ্বাশুড়িও এনিয়ে সাথীকে মারপিট সহ অমানুষিক নির্যাতন করতো। এবিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিগন শালিস করে মিমাংসা করে দিলেও আবার কিছু দিন পর একই অত্যাচার হতো।
এদিকে, ঘটনার দিন ৪ এপ্রিল আবারো সাথীর সাথে স্বামী ও শ্বাশুড়ির মনোমালিন্য ও ঝগড়াঝাটি, মারামারি হয়।
স্বামী ও শ্বাশুড়ির অমানষিক অত্যাচার ও পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে ওই দিন সকালে সকলের অগোচরে আত্মহত্যার উদ্দেশ্যে সাথী কীটনাশক বিষ পান করে, এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে লোকজন খবর পেয়ে সাথী কে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে, এখনো চিকিৎসা চলছে।।
সাথীর বাবা সাজেদুল বাদী হয়ে সাথীর স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি কে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।