
স্বেচ্ছাসেবী সংস্থা অবলম্বন এর আয়োজনে ঢাকা উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জিইআরইএস এবং সাউথ এশিয়ান উইমেন’স ডেভেলপমেন্ট ফোরাম এর সহযোগিতায় “এমপাওয়ারিং উইমেন উইথ স্কিলস্ প্রমোটিং আর্টিসনাল ডাইভারসিটি এন্ড ইনহ্যান্সিং লাইভলিহুড” প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক মাসব্যাপি হস্তশিল্প প্রশিক্ষণ সোমবার (২৩ জুন) সকালে অবলম্বন কনফারেন্স রুম, গাইবান্ধায় শুভ উদ্বোধন করা হয়েছে।
এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের স্বাবলম্বী করতে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বন এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন অবলম্বন এর প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ্যাডভাইজার এএইচএম বাদল, শিক্ষক আহাদুজ্জামান রিমু, প্রজেক্ট অফিসার রেশমা পারভীন, প্রশিক্ষক মমি আকতার পিংকি, মোছাঃ শাহানা বেগম, মোছাঃ জোসনা বেগম প্রমুখ।

বক্তরা বলেন, গাইবান্ধা জেলার অবলম্বন এই অঞ্চলের নারী উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক মাসব্যাপি হস্তশিল্প প্রশিক্ষণ তৈরীর কাজ হাতে কলমে শেখানোর মধ্য দিয়ে তারা আরও একধাপ এগিয়ে যাবে। অবলম্বনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে গাইবান্ধার অর্থনৈতিক উন্নয়নে প্রান্তিক নারীদের দক্ষতা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভাপতির বক্তব্যে প্রবীর চক্রবর্তী বলেন, আমাদের এই অঞ্চলে অনেক নারী উদ্যোক্তা হিসেবে কাজ করে পরিবারে সহযোগিতা করতে চায়। পাশাপাশি অত্র অঞ্চলে এবং জাতীয় পর্যায়ে অর্থনৈতিক অবদান রাখতে চায়। এসব উদ্যোক্তা প্রান্তিক নারীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে হস্তশিল্পের সাথে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। পর্যায়ক্রমে অত্র এলাকার প্রান্তিক নারীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে এবং চলমান এই প্রশিক্ষণ পুরো মাস ব্যাপী চলবে বলে জানান। উৎপাদিত পণ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাজারজাতকরণের জন্য অবলম্বন এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। দ্বিতীয় পর্যায়ে আরো ৪০ জন নারী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে।