
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুক্ত স্কাউট ও রোভার স্কাউটস গ্রুপের আয়োজনে প্রাক্তন স্কাউটদের পুনর্মিলনী উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর শনিবার মুক্ত স্কাউটের সভাপতি ও গাইবান্ধা জেলা স্কাউটসের সহ সভাপতি নকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু , গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ উপজেলা স্কাউটসের কমিশনার মির্জা মোঃ শওকত জ্জামান প্রধান, , রোভার স্কাউট লিডার গোলাম মোস্তফা, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সরকার,রংপুর জেলা স্কাউটের সম্পাদক আব্দুর রহিম, লালমনিরহাটের যুগ্ম সম্পাদক লিয়াকত জামান, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সরকারি কলেজের প্রভাষক আবুল হোসেন, থানা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, ছাত্রদলের পৌর আহবায়ক খায়রুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহীন আলম, জান্নাতুল রিফাত রক্সি, পারভেজ।
উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা মাকসুদ ও মোস্তাকিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম রোমান, হারুনুর রশীদ, পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাথী, এডঃ শাহীন আলম, ইমরান হোসেন, লিমি, মামুন সহ শতাধিক স্কাউট ও রোভার স্কাউটসের সদস্য বৃন্দ।#