
নুঝাত জাহান, জবি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ও শহিদ সাজিদ একাডেমিক ভবনের নতুন নামফলক স্থাপন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে নামফলক স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৪ আগস্ট মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন জবি হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। তার স্মরণে পরদিন ১৫ আগস্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নাম ‘শহিদ সাজিদ একাডেমিক ভবন’ করার দাবি জানান এবং এ বিষয়ে উপাচার্যের কাছে স্মারকলিপিও দেন।
অন্যদিকে, গত বছরের আগস্টের আন্দোলনের পর শিক্ষার্থীরা একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরীরাণী হল’ রাখার দাবি জানান। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি সিন্ডিকেট সভায় অনুমোদিত হয় এবং চলতি বছরের ৬ ফেব্রুয়ারি নতুন নামফলক উন্মোচন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, “একটি কমিটির মাধ্যমে নামফলক স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসের আগে দৃশ্যমান কোনো কাজ করা যায়নি, তাই এই কাজটি ইতিবাচক অগ্রগতি। আমরা আরও কিছু অবকাঠামোগত কাজ বিশ্ববিদ্যালয় দিবসের আগে শেষ করতে চাই।”
ছাত্রী হল প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা বলেন, “নামফলকের জন্য কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মেয়েরা নিজেরাই এই নামটি বেছে নিয়েছে। প্রশাসন কোনো নাম প্রস্তাব দেয়নি। বিশ্ববিদ্যালয় দিবসের আগে নামফলক স্থাপিত হওয়ায় আমরা আনন্দিত।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর সিন্ডিকেটের অনুমোদনক্রমে নামফলক স্থাপন হয়েছে। এই দুটি নামকরণই ঐতিহাসিক তাৎপর্য বহন করে।”
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “শহিদ ইকরামুল হক সাজিদের আত্মত্যাগ এবং নওয়াব ফয়জুন্নেসার মতো মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধা জানাতেই এ দুটি নামকরণ করা হয়েছে। নামফলক স্থাপনের মাধ্যমে প্রশাসন তার প্রতিশ্রুতি পূরণ করেছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আরও কিছু উন্নয়নমূলক কাজ দৃশ্যমান করার চেষ্টা চলছে।


















