
রংপুর:

রংপুরে ইউসেপ বাংলাদেশ-এর আয়োজনে লিঙ্গ সমতা বিষয়ক দুইদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ও ১৪ অক্টোবর (সোমবার ও মঙ্গলবার) ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ইউসেপ বাংলাদেশ এর বাস্তবায়নে পরিচালিত “জেন্ডার রেসপন্সিভ ইনক্লুসিভ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (GRIVET)” প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন ইউসেপ রংপুর অঞ্চলের কর্মকর্তা, টিভিইটি ইনস্টিটিউট এবং দুটি টেকনিক্যাল স্কুলের মোট ২০ জন প্রশিক্ষণার্থী।
প্রশিক্ষণের প্রথম দিন উদ্বোধনী বক্তব্য রাখেন ইউসেপ রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, “লিঙ্গ সমতা একটি সময়োপযোগী বিষয়। এটি শুধু নারীদের নয়, সমাজের সকল শ্রেণির মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের সবার উচিত শিক্ষা ও কর্মক্ষেত্রে সমতার পরিবেশ নিশ্চিত করা।”
প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন ইউসেপ বাংলাদেশের প্রধান কার্যালয়ের স্পেশালিস্ট-জেন্ডার ইকুয়ালিটি জান্নাতুল ফেরদৌস, ফ্যাসিলিটেটর-সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট মো. তাওহীদ-উল-ইসলাম সরকার এবং ট্রেইনার-এসএমও ট্রেড মোছা. সাহানা বেগম।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ‘লিঙ্গ ও যৌনতা’র ধারণা, এর পার্থক্য, লিঙ্গ সমতা ও ন্যায্যতা, জেন্ডার বৈচিত্র্য, লিঙ্গভিত্তিক সহিংসতা, সম্পর্কিত আইন ও আন্তর্জাতিক চুক্তি, শিক্ষা ও কর্মস্থলে লিঙ্গ সংবেদনশীল পরিবেশ তৈরির উপায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখেন।
প্রশিক্ষণটি ছিল অংশগ্রহণমূলক। এতে দলগত কাজ, উপস্থাপনা, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনসহ নানা কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে যুক্ত রাখা হয়। এতে করে তারা বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে ও নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিতে সক্ষম হন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে। তারা নিজেদের কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা ও সহনশীল পরিবেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ ভবিষ্যতে একটি সমতার ভিত্তিতে গড়ে ওঠা সমাজ গঠনে সহায়ক হবে এবং শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো আরও বেশি জেন্ডার সংবেদনশীল হয়ে উঠবে।


















