
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ঐতিহ্যবাহী সংগঠন গাইবান্ধা প্রেসক্লাব ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বৃহস্পতিবার সকালে শহরের কাচারি বাজারস্থ প্রেসক্লাব চত্বরে দ্বিতীয় তলার কাজের উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল উপস্থিত ছিলেন।

পরে প্রেসক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, জেলার উন্নয়নে প্রেসক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে গাইবান্ধা প্রেসক্লাব দীর্ঘ ৬৫ বছর ধরে দায়িত্ব পালন করছে। প্রশাসনিক কাঠামোর জবাবদিহিতার ক্ষেত্রে কাজ করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। গাইবান্ধা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহায়তা করতে তিনি আশ্বাস দেন। এ সময় গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















