
গাইবান্ধা প্রতিনিধি
আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার গাইবান্ধায় যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা যুব বিভাগের সভাপতি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সদর উপজেলা আমীর মো. নুরুল ইসলাম মন্ডল ও ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফয়সাল কবির রানা বলেন, নতুন বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে ৪ ডিসেম্বর দুপুর ১২টায় যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৯টায় গাইবান্ধা সরকারি কলেজে নবীন বরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম, নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ ও সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
সমাবেশে প্রায় ১০ হাজার ছাত্র ও যুব উপস্থিত থাকবেন। শহরের ব্যস্ততম স্থানে স্বেচ্ছাসেবকরা কাজ করবেন।
সংবাদ সম্মেলনে জেলা আমীর আব্দুল করিম বলেন, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। আর যেন কেউ এই অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।


















