বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরের বিরলে মাদ্রাসা কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মারপিট গুরুতর আহত-৩ 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ

মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের গগনপুর নুরানিয়া হাফেজিয়া ক্ষারীয়ানা মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানার কমিটিকে কেন্দ্র করে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৩জন থানায় অভিযোগ। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর সকালে বিরল উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের গগনপুর নুরানিয়া হাফেজিয়া ক্ষারীয়ানা মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানার কমিটিকে কেন্দ্র করে গগনপুর চৌরাস্তা মোড়ে মারপিটের ঘটনায় গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৩ জন। এঘটনায় অত্র মাদ্রাসার দাতা সদস্যের ছেলে হাচিনুর রহমান (৩০) বাদী হয়ে মঙ্গলবার বিরল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায় গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিটের সময অত্র মাদ্রাসার বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি ও বর্তমান প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক একরামুল হক (৫৪) এর কাছে হাচিনুর রহমান ও তার বড় ভাই মোঃ আনিছুর রহমান (৫৮) মিলে পিআইও অফিসের এতিম বাচ্চাদের ২১/০৪/২০২৪ ইং তারিখের বরাদ্দকৃত ২ টন জি আর চাল ও টি আর এর মোট ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকা তৎমধ্যে ১ম দফায় উত্তোলনকৃত ২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকার হিসাব-নিকাশ চাইতে গেলে বিবাদী- ১।একরামুল হক (৫৪) ,২। এনামুল হক(৪৮), উভয় পিতা-মৃত বশির উদ্দিন, ৩। মোঃ রোস্তম আলী (৩২), পিতা-আব্দুর রাজ্জাক ৪। আব্দুর রাজ্জাক (৬৫) ৫। মিরাজুল ইসলাম (৬২), ৬। রিয়াজুল (৬২), ৭। মিজানুর রহমান (৪০) সকলের পিতা- মৃত বশির উদ্দীন, সকলের গ্রাম গগনপুর, ৪নং শহরগ্রাম ইউপি, থানা-বিরল, জেলা- দিনাজপুর। ১নং বিবাদী একরামূল হক (৫৪) ও ৪নং বিবাদী আব্দুর রাজ্জাক (৬৫) মোঃ আনিছুর রহমান (৫৮) কে হত্যার উদ্দেশ্যে গলা চাপিয়া ধরে ও তাকে এলোপাথারী ইট দ্বারা শরীরের বিভিন্ন স্থানে কালোশিরা ছেলাফুলা গুরুতর জখম করে। এরপর ভাইয়ের ডাক চিৎকারে আমিসহ আমার পরিবারের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগণ একযোগে আমাদের উপর এলোপাথারী মারধর শুরু করে। এরমধ্যে বিবাদীদের মধ্যে ২নং বিবাদী এনামুল হক (৪৮) ধারালো ছুরি দ্বারা আমার ভাতিজা লালু (৩৫) কে হত্যার উদ্দেশ্যে পেটের মধ্যে ছুরি মারিয়া গুরুতর রক্তপাত ঘটায়। এছাড়াও আমার ছোট ভাই হাসমত আলী (২৭) কে ৫নং বিবাদী মিরাজুল ইসলাম (৪২) কোঁদাল দিয়ে প্রচন্ডভাবে বুকে আঘাত করিলে তৎক্ষনাত আমার ছোট ভাই হাসমত আলী (২৭) জ্ঞান হারাইয়া মাটিতে পড়িয়া গেলে বিবাদীগণ সকলে একযোগে এলোপাথারীভাবে কিল, লাথি, ঘুশি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ফুলা জখম করে। অভিযোগে আরও বলা হয় গত ৮ মাস ধরে গগনপুর নুরানিয়া হাফেজিয়া কারীয়ানা মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানার কমিটিকে কেন্দ্র করে বিবাদীগণদের সাথে দীর্ঘদিন যাবত ঝগড়া-বিবাদ চলে আসতেছে। বিবাদীরা অবৈধভাবে কমিটি গঠন করিয়া ২২ বছর ধরে অনিয়ম করে বিভিন্নভাবে কমিটির দায়িত্বে থাকেন। অত্র প্রতিষ্ঠানের অর্থ ও বিভিন্ন সরকারি বরাদ্দ ইত্যাদি আত্মসাৎ করে আসতেছে। আমি একজন সচেতন নাগরিক হইয়া এলাকাবাসীর পক্ষে ও উক্ত প্রতিষ্ঠানের একজন দাতা সদস্যের ছেলে হিসেবে কমিটির হিসাব-নিকাশ বিবাদীগণের নিকট চাইতে গেলে বিবাদীগণ বিভিন্ন টালবাহানা করিতে থাকে। বিবাদীগণ আমাদেরকে মারপিট ও জখম করিয়া পরবর্তীতে মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ মুজাহিদ ইসলাম (২৩) কে মাদ্রাসা হইতে টানিয়া হেচড়াইয়া বাহির করিয়া মাদ্রাসা হইতে চিরতরে চলিয়া যাওয়ার জন্য হুমকি প্রদান করেন। স্বাক্ষীগণ ও স্থানীয়দের সহায়তায় আহত ও জখমীদের উদ্ধার করিয়া বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এবিষয়ে বিরল থানা অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ্ জানায় এ বিষয়ে আমি অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ: এর আগে ২৪ আগষ্ট (শনিবার) অত্র মাদ্রাসার দীর্ঘদিনের বিরোধ নিরসনের লক্ষে প্রতিষ্ঠানের দাতা সদস্য স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী সহ কমিটির সকলের উপস্থিতে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান আলী কে সভাপতি ও অত্র মাদ্রাসার সাবেক সভাপতি একরামুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে নতুন একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে জেলেদেরকে জরিমানা 

জমি অধিগ্রহণের চেক প্রকৃত মালিকের পরিবর্তে আরেকজনের নামে প্রদান!

দিনাজপুর সরকারি কলেজের কনসার্ট নোবেল না আসায় ভাঙচুর 

গাইবান্ধা টিটিসিতে ভর্তি পরীক্ষায় দুর্নীতি: বাতিলের দাবি স্থানীয়দের

গাইবান্ধায় ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রশিক্ষণ ও সফল প্রশিক্ষণার্থী সম্মাননা

গুমানীগঞ্জ ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

‘ইসকন’কে নিষিদ্ধের দাবিতে পলাশবাড়ীতে ইমাম ওলামাদের বিক্ষোভ সমাবেশ

দিনাজপুরের বিরল ধর্ম যাইন সীমান্ত দিয়ে ১৩ জন্য পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ

ফুলছড়িতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা 

লালমনিরহাটের হাতীবান্ধায় ভূয়া ডিগ্রি দেখিয়ে, চলছে চিকিৎসার নামে বানিজ্য!