
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিনদিনব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়। পরে অতিথিরা মেলা ঘুরে ঘুরে প্রতিটি স্টল পরিদর্শন করেন। এসময় মেলায় আগত লেখক, পাঠক, প্রকাশক ও স্টল মালিকদের সঙ্গেও মতবিনিময় করেন। এসময় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বসির আহমেদ, প্রভাষক বেলাল হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ মেলায় বইয়ের পাশাপাশি কুটির শিল্প এবং শিশু-কিশোরদের আকর্ষণীয় বিভিন্ন পণ্যের বিশটি স্টল স্থাপন করা হয়।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চিত্ত অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ বই মেলা।


















