
নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৩শে এপ্রিল(বুধবার) বিকেলে উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ধুয়াসার নামক এলাকায় উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বালিগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত উক্ত কর্মী সম্মেলনে এ সময় প্রায় শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাসার উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম সাহেবের সভাপতিত্বে সম্মেলনে আগত জনতার উদ্দেশ্যে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার আমীর মাওলানা মোখলেসুর রহমান,বিশেষ অতিথি মাদারীপুর-৩ আসনের জামায়াত মনোনীত এম.পি প্রার্থী এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম,ডাসার উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মাওলানা রুস্তম হোসাইন,শ্রমিক কল্যাণের উপজেলা বায়তুলমাল সম্পাদক হাফেজ মহাসিন হুসাইন সহ বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।


















