
জবি প্রতিনিধি
শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় |

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) অধ্যাপক ড.মো গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) টানা ১২ দিন বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় | শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত পরীক্ষার দিন ধার্য করা যাবে না। তবে ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস যথারীতি চালু থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় উৎসবগুলো যেন উৎসবমুখর পরিবেশে এবং যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হতে পারে, সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।