
নাজমুল হাসানঃ
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে “মাগুরা স্বেচ্ছাসেবী সংগঠন” এর উদ্যোগে রাস্তার মোড়ে থাকা আগাছা পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে।

৫ অক্টোবর (সোমবার) সকাল থেকে শুরু হয় উক্ত আগাছা পরিষ্কার অভিযান।মাগুরা এলাকার একঝাঁক তরুণ-যুবকেরা সম্পূর্ণ স্বেচ্ছা শ্রমে শুরু করে উক্ত সামাজিক কাজ।
এই বিষয়ে জানতে চাইলে হাফিজুর রহমান হাদিস নামের এক স্বেচ্ছাসেবী বলেন,রাস্তার মোড় গুলো এমনিতেই ঝুঁকিপূর্ণ। এই মোর গুলোতে আগাছা থাকায় সড়ক দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি।সড়ক দুর্ঘটনা রোধে প্রতি বছরের ন্যায় এবছরও এলাকার তরুণ যুবকদের নিয়ে আমরা একাজ শুরু করলাম।জনকল্যাণমূলক এ কাজ অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল ইসলাম নামের আরেক স্বেচ্ছাসেবী জানান,সমাজের এক ঝাক তরুণদের নিয়ে আমাদের এই কাজ চলমান থাকবে। রাজনৈতিক রাজনৈতিক ব্যানারে নয় বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই কাজ। আপনারা দোয়া করবেন যেন,আমরা এই কাজ অব্যাহত রাখতে পারি।
এ সময় তারা আরো বলেন,রাস্তার মোড়ে থাকা আগাছা পরিষ্কারের ন্যায়,সমাজে থাকা আগাছাও পরিষ্কার করতে হবে।