
মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের কসবা খামারঝাড়বাড়িতে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে নবজাগরণ যুব সংগঠন। সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র শিক্ষার্থীদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ ও একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ নভেম্বর, ২০২৫) সকালে কসবা খামারঝাড়বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো: আইজুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন,সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: আসাদুজ্জামান জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: নাঈম বাদশা এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ।
প্রধান অতিথি মো: আইজুল ইসলাম তার বক্তব্যে নবজাগরণ যুব সংগঠনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,
“শিক্ষাই জাতির মেরুদণ্ড। সমাজের যে সকল শিক্ষার্থী দারিদ্র্যের কারণে পিছিয়ে পড়ছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। নবজাগরণ যুব সংগঠন সেই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করছে। আমি বিশ্বাস করি, তাদের মতো যুবকদের হাত ধরেই সমাজে এক নতুন জাগরণ আসবে। আজকের এই শিক্ষা সামগ্রী বিতরণ শুধুমাত্র একটি উপহার নয়, এটি আগামী প্রজন্মের প্রতি আমাদের বিনিয়োগ।”
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মো: আসাদুজ্জামান জীবন সংগঠনের মূল লক্ষ্যের কথা তুলে ধরেন। তিনি বলেন,
“নবজাগরণ যুব সংগঠনের মুখ্য উদ্দেশ্য হলো সমাজে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সামনে অগ্রসর করা এবং সমাজের দরিদ্র-হত দরিদ্র মানুষদের কল্যাণে সামাজিক কার্যক্রম পরিচালনা করা। আমরা চাই প্রতিটি শিশু যেন শিক্ষার আলোয় আলোকিত হয়। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা আমরা কামনা করি।”
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মাঝে এক মনোজ্ঞ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিশুর হাতে সংগঠনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় শিশুদের চোখে-মুখে আনন্দের ঝলক দেখা যায়। সংগঠনের সদস্যরা জানান, তারা ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কাজ চালিয়ে যাবেন।


















