বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পলাশবাড়ীতে গাছ কর্তন ও নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১০, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ

স্ট্যাফ রিপোর্টারঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ীর গৃধারীপুর দ্বি মুখী দাখিল মাদ্রাসায় কম্পিউটার অপারেট ও বিজ্ঞান ল্যাব গবেষণা সহকারি পদে নিয়োগ বানিজ্য,মনগড়া ভাবে মাদ্রাসা পরিচালনা ও মাদ্রাসার গাছ কর্তন করে বিক্রি অভিযোগ উঠেছে সুপার মাওঃ আবু জাফর সিদ্দিকের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে ও স্থানীয় তথ্য সূত্রে জানা যায়,প্রায় ২৬ লাখ টাকার বিনিময়ে ও নিয়োগ প্রার্থীদের ম্যানেজ করে কথিত নিয়োগ বোর্ড সাজিয়ে মাদ্রাসাটির কম্পিউটার অপারেটর ও বিজ্ঞান গবেষণা সহকারি পদে দুইজন কে নিয়োগ প্রদান করেছেন। এজন্য নির্দিষ্ট ব্যক্তিদের অর্থের বিনিময়ে নিয়োগ প্রদান সম্পন্ন করেন সুপার আবু জাফর সিদ্দিক। এছাড়াও মাদ্রাসাটি মনগড়া ভাবে পরিচালনার পাশাপাশি মাদ্রাসার ফান্ডের অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন বলে দাবী করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক ও পরিচালনা পরিষদের একাধিক সাবেক সদস্য। তারা আরো দাবী করেন, সুপারের মনগড়া ভাবে মাদ্রাসাটির পরিচালনার ফলে শিক্ষক কর্মচারীরা সঠিক ভাবে উপস্থিত হয় না। শিক্ষক ও কর্মচারী অনুপস্থিতি থাকার কারণে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরাও মাদ্রাসায় নিয়মিত আসে না। সুপার মাঝে মধ্যে বন্ধের দিনে মাদ্রাসা গাছ কেটে বিক্রি করেন এভাবেই মাদ্রাসার সকল গাছ আস্তে আস্তে শেষ পর্যায়ে এসেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১১ টা ৪০ মিনিটে মাদ্রাসাটিতে গিয়ে শিক্ষক কর্মচারি কাউকে পাওয়া যায়নি ক্লাস রুম গুলো ও অফিস রুমে তালা বদ্ধ দেখা যায়। এর কিছুক্ষণ পর মাদ্রাসা সুপার আসেন তিনি সাংবাদিকদের প্রশ্নে উত্তর না দিয়ে সাংবাদিকদের উপস্থিতি দেখে চড়াও হন এবং সুপার ও নৈশ প্রহরি সাংবাদিকদের সাথে তর্কে জড়ান। পরে সাংবাদিকদের উত্তেজিত হয়ে বলেন, সকল নিয়ম মেনে নিয়োগ ও মাদ্রাসার গাছ কর্তন করা হয়েছে।

মাদ্রাসার পরিচালনায় অনিয়ম, নিয়োগ বানিজ্য ও গাছ কর্তনের বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাকিবুল ইসলাম জানান,এই সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সকল অভিযোগ গুলোর বিষয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জেলা বন বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান,পলাশবাড়ী গৃধারিপুর দ্বি মূখী দাখিল মাদ্রাসার কোন গাছ কর্তন বা বিক্রির বিষয়ে মাদ্রাসাটিন কোন আবেদন পাইনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান,বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত