
জরুরি ভিত্তিতে রক্তের অভাবে যখন এক প্রসূতি মায়ের সিজার অপারেশন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন জীবন রক্ষাকারী ভূমিকায় এগিয়ে এলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: স্বপন আহমদ।
তাঁর দ্রুত ও মানবিক উদ্যোগে রক্ত সংগ্রহ এবং হাসপাতালে ভর্তির মাধ্যমে সফলভাবে সিজার সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর নির্ধারিত ছিল ওই প্রসূতি মায়ের সিজার অপারেশন। কিন্তু অপারেশনের জন্য অতি প্রয়োজনীয় O+ গ্রুপের তিন ব্যাগ রক্তের ব্যবস্থা করতে না পারায় তা অনিশ্চিত হয়ে পড়ে। এক পর্যায়ে মা ও নবজাতক দুজনের অবস্থাই আশঙ্কাজনক হয়ে পড়লে কর্তৃপক্ষ রোগীকে নেত্রকোনা সদর হাসপাতাল থেকে অন্যত্র রেফার্ড করে। উপরন্তু, পরিবারটির আর্থিক অনটনের কারণে পরিস্থিতি আরও মারাত্মক সংকটে পৌঁছায়।
এই কঠিন মুহূর্তে ত্রাতা হয়ে এগিয়ে আসেন ছাত্রনেতা মো: স্বপন আহমদ। তিনি কালক্ষেপণ না করে দ্রুত তাঁর স্বেচ্ছাসেবী ছোট ভাইদের সহযোগিতায় প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করেন। এরপর তিনি নেত্রকোনা সদর হাসপাতালের আরএমও ডা. মো: মাজহারুল আমিন-এর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে রোগীকে দ্রুত নেত্রকোনার লিবার্টি হাসপাতালে ভর্তি করান। স্বপন আহমদের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় সিজার অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়।
বর্তমানে মা ও নবজাতক দুজনেই বিপদমুক্ত ও সুস্থ আছেন। ছাত্রনেতার এমন মানবিক ও প্রশংসনীয় উদ্যোগে সর্বমহলে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।