
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিলে যুবদলের নেতা সোহাগ চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে স্যোশাল মিডিয়া মিথ্যা অপপ্রচার ও থানায় মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (৬এপ্রিল) সন্ধ্যায় ৬টায় উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের সোবহান পুর বাজারে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা সোহাগ চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের সহযোগিতা করায় দালালদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সোবহান পুর ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু কালাম, মোহাম্মদ পাটোয়ারী মিজি, খোকন গাজী, প্রবাসী সুমন মিঝি, সুমন গাজী, প্রবাসী মহিন উদ্দিন সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সোহাগ চৌধুরী বলেন আমার চাচাতো ভাই টিপুর সাথে বাড়ীতে বাঁশ ঝাড় থেকে বাঁশ কাঁটা নিয়ে কথাকাটাকাটি হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে কিছু আওয়ামী লীগের দালাল আমাদের দু’পরিবারে মাঝে মামলা জড়িয়ে দেয়। তার সাথে যুক্ত করে বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দিয়ে স্যোশাল মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে আমি এসবের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


















