
পবিপ্রবি প্রতিনিধিঃ
“ক্যারিয়ারে কোনও জেন্ডার জানে না” এই মূলমন্ত্রকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইএসডিএম ক্লাব ও এইচআর ক্লাবের সার্বিক সহযোগিতায় সেস্টেম এর আয়োজনে ”ভবিষ্যতের নেতাদের জন্য অনুপ্রেরণামূলক রোল মডেল” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ, ইএসডিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মহসিন হুসেন খান, এলএলএ অনুষদের ডিন অধ্যাপক মো: জামাল হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ইএসডিএম অনুষদের অধ্যাপক ড. মো. নূরুল আমিন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো: তরিকুল ইসলাম সহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “নারীদের প্রতিটি কর্মক্ষেত্রের এবং সময়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আজ নারীরা ঘরে বাইরে সমান ভাবে কাজ করে যাচ্ছেন, তারা অফিস শেষ করে এসেই ঘরের কাজ করে চলেছেন। কিন্তু নারীদের এই চাকরি বা কর্মসংস্থান এর শতকরা হার এখন ও ১৮ শতাংশে সীমাবদ্ধ রয়েছে যা বহুগুণ বাড়িয়ে তুলতে হবে।”
উল্লেখ্য, সেস্টেম নারীদের পুরস্কৃত ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করার জন্য, শিক্ষিত এবং ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ । শিল্প-শিক্ষা সহযোগিতা বৃদ্ধি, কর্মসংস্থান দক্ষতা বৃদ্ধি এবং লিঙ্গ সমতা অনুশীলনের পক্ষে সমর্থন জানাতে নিবেদিতপ্রাণ।


















