
গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম আয়োজিত জোট কতৃক কর্মসূচিকে সফল করার লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা কার্য্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের সহকারী অধ্যাপক শাহ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও রাখালবুরুজ হাইস্কুলের সহকারী শিক্ষক আবু তাহের সরকারের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরদারহাট হাইস্কুলের প্রধান শিক্ষক শাহজাহান আলী সাজু, বাগদা মাহমুদ বাগ হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বাসুদেবপুর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের প্রধান ও আসাদুজ্জামান শাহীন, লোনতলা হাইস্কুলের সহকারী শিক্ষক আবদুস ছালাম, কোমরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারওয়ার আলম ও শাহারুল ইসলাম, রাজাবিরাট হাইস্কুলের সহকারী শিক্ষক বেলাল হোসেন, পারগয়ড়া হাইস্কুলের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন রন্জু, পানিতলা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কমল কুমার, তালতলা হাইস্কুলের সহকারী শিক্ষক নাজমুল হক, বাসুদেবপুর হাইস্কুলের সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান সহ নেতৃবৃন্দ।
সভায় আগামী কাল ঢাকায় কর্মসচী সফল করার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


















