শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফলাফল বিপর্যয়ের মাঝেও দিনাজপুর সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের শীর্ষ সাফল্য

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ১৭, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ

মোঃমমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার (দিনাজপুর):

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা গেলেও এর মধ্যেও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দিনাজপুর সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এ বছর বোর্ডে পাসের হার মাত্র ৫৭.৪৯ শতাংশ হলেও শতভাগ পাসের গৌরব অর্জন করেছে কলেজটি। শুধু তাই নয়, দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অধিকার করার পাশাপাশি শিক্ষা বোর্ডের আট জেলার সম্মিলিত মেধাতালিকায় সেরা দশের মধ্যে পঞ্চম স্থান দখল করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান। দিনাজপুর শিক্ষা বোর্ডে দিনাজপুর জেলার মধ্যে ফলাফলে প্রথম স্থান অধিকার করেছেন।

এই অসাধারণ সাফল্যে কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। ভালো ফলাফলের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

কলেজের পরিচালক মোখলেসুর রহমান জানান, “প্রতিষ্ঠার পর থেকেই আমরা শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবারের ফলাফল আমাদের সেই ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।” তিনি আরও বলেন, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই অসামান্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে।  এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে তারা বদ্ধপরিকর।

কলেজের শিক্ষার্থীরা জানান, সবার মতো আমরাও পরীক্ষার ফলাফল নিয়ে কিছুটা শঙ্কিত ছিলাম। দিনাজপুর বোর্ডের সার্বিক ফলাফল যখন প্রকাশিত হলো, তখন আমাদের উদ্বেগ আরও বেড়ে গিয়েছিল। পাসের হারের এই নিম্নগতি আমাদেরকেও হতাশ করেছিল। কিন্তু যখন আমাদের কলেজের ফলাফল জানতে পারলাম, তখন আমাদের আনন্দ আর ধরে রাখতে রাখতে পারিনি শতভাগ পাশের খবরটি ছিল আমাদের জন্য পরম পাওয়া।  এর সাথে ৩৭’জন সহপাঠীর জিপিএ-৫ পাওয়ার গৌরব আমাদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

শিক্ষার্থীরা আরো বলেন ,এই সাফল্য আকস্মিক নয়। এর পেছনে রয়েছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও নিবিড় পরিচর্যা। তাঁরা কেবল আমাদের পাঠ্যবইয়ের শিক্ষাই দেননি, দিয়েছেন আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের অনুপ্রেরণা। কলেজের সুশৃঙ্খল পরিবেশ, নিয়মিত ক্লাস ও পরীক্ষা এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন আমাদের এই পথচলায় সাহস জুগিয়েছে। আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং কলেজ পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা ছাড়া এই সাফল্য অর্জন সম্ভব ছিল না।

অভিভাবকরা জানান, আমরা আমাদের ছেলে এবং মেয়ে এই ফলাফল মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি ও শিক্ষক আমাদের ছেলে মেয়ের স্বপ্ন, কলেজের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে দেশ ও দশের কল্যাণে নিজেদের নিয়োজিত করা।

উল্লেখ্য, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফল বিপর্যয় অনেককেই হতাশ করলেও সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের এই সাফল্য জেলার শিক্ষা ক্ষেত্রে একটি আশার আলো হয়ে দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা এবং ঐকান্তিক প্রচেষ্টা থাকলে যেকোনো প্রতিকূলতার মধ্যেও ভালো ফলাফল অর্জন করা সম্ভব।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু

গাইবান্ধায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত

তারেক জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা কমিটির অনুমোদন

তারেক জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা কমিটির অনুমোদন

ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের অভিযান 

দিনাজপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি বড়বন্দর’র নতুন কমিটি গঠন

দিনাজপুরের বিরলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে  ১৩০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

শ্রীলঙ্কা জাম্বুরিতে পবিপ্রবি’র আবু হানিফ 

জাককানইবিতে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি জামিউল সম্পাদক রিয়াজুল

পলাশবাড়ীতে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত