
আহসান হাবীব নাহিদ

স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলিনগর গ্রামে ৭০ বছরের এক বৃদ্ধা নারীকে হলুদের জমিতে হাত-মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ১৯শে অক্টোবর প্রতিদিনের ন্যায় ভুক্তভোগী সাত সন্তানের জননী ঐ বৃদ্ধা মহিলা দুপুরে ছাগল বাঁধার জন্য জান। এসময় একই গ্রামের প্রতিবেশী আকবর আলী’র ছেলে লম্পট আইয়ুব আলী (৫০) তাঁকে হলুদের জমিতে হাত পা মুখ বেঁধে জোর পূর্বক ধর্ষণ করেন।
স্থানীয়রা বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জান সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গিয়ে ভর্তি করান।
নেক্কার জনক এমন ঘটনার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
দ্রুত লম্পট আইয়ুব আলী আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) জানান,
“বৃদ্ধা নারীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।”
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলেন,
“৭০ বছর বয়সী এক মায়ের প্রতি এমন অমানবিক নির্যাতন মানুষকে লজ্জিত করেছে। আমরা ঘটনার সঠিক বিচার চাই।”
এ ঘটনায় স্থানীয় মানবাধিকারকর্মী ও সামাজিক সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত লম্পট আইয়ুব আলী কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন।


















