
গাইবান্ধা প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে বুধবার সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর পার্ক থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল মানবাধিকার: আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য।

পরে গাইবান্ধা মিস্টান্ন ভান্ডার রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতিত্বে খায়রুজ্জামা দুুদুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহ-সভাপতি মো. আনিছুল হক দুলু, সাধারণ সম্পাদক মো. মাহফুজার রহমান স্বপন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব জহুরুল হক সরকার রাজা, কোষাধ্যক্ষ আব্দুল কাদের, সদস্য কেএম মুর্ত্তজা বানু, ফজলুর রহমান, আজিজুর রহমান, মো. আতাহিয়া, আজাদ মো. আবু রায়হান মন্ডল প্রমুখ।
বক্তারা মানবাধিকার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আগামীতে সংগঠনকে আরও গতিশীল করার জন্য কাজ নানা বিষয় তুলে ধরেন।


















