শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লালমনিরহাটে শিহাব আহমেদ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেলেন ৬৯ মেধাবী শিক্ষার্থী

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ২৪, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ৬৯ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছেন তুরস্ক প্রবাসী শিহাব আহমেদের ফাউন্ডেশন।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ শিক্ষাবৃত্তি ও সংবর্দ্ধনা প্রদান করে শিহাব আহমেদ ফাউন্ডেশন।

জানা গেছে, তিস্তা ধরলা আর সানিয়াজান নদী বেষ্টিত জেলা লালমনিরহাটের অধিকাংশ পরিবার দারিদ্রসীমার নিচে বসবাস করে। এসব পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এসব মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পুরনে পাশে দাঁড়ায় শিহাব আহমেদ ফাউন্ডেশন। গত বছর হাতীবান্ধা পাটগ্রাম দুই উপজেলার ৩১ জন মেধাবী শিক্ষার্থীকে নিয়ে শিক্ষাবৃত্তি চালু করে শিহাব আহমেদ ফাউন্ডেশন। শুক্রবার এ যাত্রায় আরও যুক্ত হয়েছে অনার্স পড়ুয়া আরও ৬৯জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থী প্রতি মাসে শিক্ষা উপকরনসহ দুই হাজার টাকা পাবেন।

শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান লালমনিরহাট ১ আসনের স্বতন্ত্র প্রার্থী তুরস্ক প্রবাসী শিহাব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি ও সংবর্দ্ধনা প্রদান করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিহাব আহমেদ বলেন, আমার স্বপ্ন-আমার দুই উপজেলার অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। আমি অনেক কষ্টের মধ্য দিয়ে এই অবস্থানে এসেছি। তাই সেই অভিজ্ঞতা থেকেই এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

তিনি আরও বলেন, গত বছর থেকে ‘শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি’ কার্যক্রম চালু করা হয়েছে, যা এখনো চলমান রয়েছে। ইতোমধ্যে এই বৃত্তি পেয়ে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। ভবিষ্যতেও এই শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে, যাতে মেধাবী শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের সুযোগ পায়।

শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থী সবুজ হোসেন (সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী) বলেন, “শিহাব আহমেদ স্যার আমাদের শুধু সহযোগিতাই করেননি, তিনি আমাদের পড়াশোনার প্রতি আত্মবিশ্বাসী হতে শিখিয়েছেন।

আরেক শিক্ষার্থী মাহবুবা আক্তার বলেন, “শিহাব আহমেদ শুধু অর্থ দেননি, তিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। একদিন আমিও চাই সমাজের জন্য কিছু করতে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সফটওয়্যার ব্যাজড অনলাইন সিস্টেমের উদ্বোধন

গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় ৩ নারী সহ আহত ৫

ফুলছড়িতে ভিজিএফ এর চাল লুটপাট ইউপি সচিব আহত ॥ বিএনপির বিক্ষোভ 

জামাত-শিবির নেতার বিরুদ্ধে বিকাশ ব্যবসায়ীকে হামলা লুটপাটের অভিযোগ 

সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মোশাররফ হোসেন পিপিএম

পবিপ্রবিতে উপপরিচালক মুহাম্মদ আবু হানিফের   মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত 

মহাসড়কে ভ্রাম্যমান আদালত : ২৯টি মামলায় ৭৪১০০ টাকা জরিমানা

শ্রমিক-চাষি মিলে ৫০ হাজার লোকের জীবিকা মিটাতো রংপুর চিনিকল

গাইবান্ধার ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য

পবিপ্রবি’তে ৫ম  প্রাণী কল্যাণ কর্মশালা বাংলাদেশ অনুষ্ঠিত