
গাইবান্ধা প্রতিনিধি
দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ- এ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রোববার গাইবান্ধায় সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ। ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহের আয়োজন করে গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে সেবা সপ্তাহের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক নেশারুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মোঃ আমজাদ হোসেন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও বিদেশগামী সেবা নিতে আসা লোকজন।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক নেশারুল হক বলেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলবে। সপ্তাহের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা, শোভাযাত্রা, জেলা পর্যায়ে আলোচনা সভা, চাকরি মেলা, মাইকিং, লিফলেট বিতরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।


















