
তাওহীদ তুষার:
“আসুক নতুন অরুণ তরুণ প্রাণের উচ্ছাসে, বহে দখিনা সমীর, আনন্দে মন বৈশাখে” শিরোনামে ১ লা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয় ও টিভিইটি ইনস্টিটিউট এর আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে।

বাংলা বছরের প্রথম দিন সকালে বাংলার ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
পরে টিভিইটি ইনস্টিটিউট এর প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে লৌহ গোলক নিক্ষেপ, ফ্রি কিক (ফুটবল), বালিশ পাচার, ভারসাম্য দৌড় প্রশিক্ষক ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণের অংশগ্রহণে ঝুড়িতে বল নিক্ষেপ ও ফ্রি কিক প্রতিযোগিতা সম্পন্ন হয়।
বিভিন্ন প্রতিযোগিতা শেষে ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও ইউসেপ রংপুর টিভিইটি ইনস্টিটিউট এর প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে আঞ্চলিক কার্যালয়ের দল জয়লাভ করেন।
পরে আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে হেড অব টিভিইটি ইনস্টিটিউট মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মো.রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার, ফিন্যান্স অ্যাকাউন্টস পঙ্কজ কান্তি রায়, ইনচার্জ-সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট মো. এবাদুর রহমান, সোশ্যাল ইনক্লুশন টিমের টিম লিডার মো. সোলাইমান।
টিভিইটি ইনস্টিটিউট এর প্রশিক্ষক সাহানা বেগম ও সোশ্যাল ইনক্লুশন টিমের ফ্যাসিলিটেটর রামেন্দ্র বর্মা এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের একাউন্টস, ফিন্যান্স, অ্যাকাউন্টস এন্ড এডমিন অফিসার মো. আব্দুল হাকিম, পলিটেকনিক ইনস্টিটিউট এর চীফ ইনস্ট্রাক্টর মো.রাশেদুল হাসান, টিভিইটি ইনস্টিটিউট এর প্রধাণ প্রশিক্ষক মো.জিন্নাতুল আলম, নবীন কুমার সাহা, মোঃ শাহজাহান, কানিজ ফাতেমা, ডিসেন্ট এমপ্লয়মেন্ট অফিসার বেলালুজ্জামান, এমদাদুল হক, সুফিয়া খাতুন, সোশ্যাল ইনক্লুশন টিমের ফ্যাসিলিটেটর তাওহীদ-উল-ইসলাম সরকার সহ টিভিইটি ইনস্টিটিউট এর বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকগণ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে টিভিইটি ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

















